সোল্ডারিং (Soldering) শব্দের আভিধানিক অর্থ ঝালাই করা। ইলেকট্রনিক ইঞ্জিনিয়ারিং( Electronic Engineering) এর ভাষায় দুই বা ততোধিক পরিবাহী পদার্থ বা ধাতব পদার্থকে উত্তপ্ত সোল্ডারিং (soldering) আয়রন (বা তাঁতালে) এর সাহায্যে সোল্ডার (লিড) গলিয়ে সংযোগ করার পদ্ধতি বা কৌশলকে সোল্ডারিং (soldering) বলা হয়। Soldering is the process of melting two or more conductive substances or metallic substances with a hot soldering iron (or welding). সোল্ডারিং (soldering) আয়রন উত্তপ্ত করে সংযোগ স্থলে ধরে রেজিন বা ফ্ল্যাক্স এর মাধ্যমে সংযোগ পয়েন্ট বা সংযোগ স্থলকে পরিস্কার করে নিতে হয়। তবে রেজিন কোর্ড ফ্লাক্স ব্যবহার করলে আর রেজিনের প্রযোজন হয় না। সিসা ও টিনের নির্দিষ্ট অনুপাতের মিশ্রণে সোল্ডার তৈরি করা হয়। ইলেকট্রনিক ( Electronic Engineering ) কাজে ব্যবহৃত সোল্ডালে টিন ও সিসার অনুপাত ৬০ : ৪০ এবং একে সিঙ্গেল কোর তারের মতো করে তৈরি করা হয়। সোল্ডার সিলভার কালারের হয়ে থাকে।সোল্ডারিং আয়রন সঠিকভাবে উত্তপ্ত হলে সোল্ডার গলে তরল হবে উক্ত তরল সোল্ডার সংযোগস্থলে প্রলেপাকারে বা প্রয়োজনমাফিক লাগিয়ে সংযোগ বা জয়েন্ট স্থায়ী কর
Comments
Post a Comment