Skip to main content

Posts

Showing posts from October, 2021

নিউমেরিক ও কালার কোড ব্যবহার করে রেজিস্টর এবং ক্যাপাসিটরের মার নির্ণেয়ের পদ্ধতি ( The procedure of determining the value of resistors capacitor using numeric and colour code):

রেজিস্টরের মান নির্ণয়ের পদ্ধতি ( Processes of determining the value of resistors): ইলেকট্রনিক সার্কিটে ইলেকট্রনের প্রবাহকে বাধা দেয়ার কাজে যে যন্ত্রাংশ বা কম্পোনেন্ট ব্যবহার করা হয়, তাকেই রেজিস্টর বলা হয়।ইলেকট্রনিক সার্কিটে বিভিন্ন ধরনের রেজিস্টর ব্যবহার হয়, যেমন_ কার্বন কম্পোজিশন রেজিস্টর, মেটাল ফিল্ম রেজিস্টর, কার্বন ফিল্ম রেজিস্টর, ওয়্যার উন্ড রেজিস্টর ইত্যাদি। রেজিস্টর সমূহের মান নির্ণয়ের জন্য ইলেকট্রনিক (ওহমমিটার) মিটার এবং কারার কোড পদ্ধতি ব্যবহৃত হয়।যে সমস্ত রেজিস্টরের গায়ে নির্দিষ্ট নিয়মে৷ রং (কালার) লাগানো থাকে, ঐ সমস্ত রেজিস্টর সমূহের মান কালার কোড পদ্ধতিতে নির্ণয় করা যায়। তবে সকল ধরনের রেজিস্টরের মানই মিটার দিয়ে নিরচ্ণয় করা যায়। এখানে কালার কোড ব্যবহার করে রেজিস্টরের মান নির্ণয় কৌশল বিশদভাবে আলোচনা করা হলো। রেজিস্ট্যান্সের মান লিখনে পুরাতন ও নতুন পদ্ধতি : পূর্বে রেজিস্টরের মান পূর্ণ সংখ্যা বা দশমিক সরাসরি লেখা হত, কিন্তু বর্তমানে এ লেখা নীতি পরিবর্তন করে দশমিকের ব্যবহার বাদ দেয়া হয়েছে। নিচে পুরাতন এবং বর্তমানে লেখার পদ্ধতির একটি তুলামূলক ছক দেয়া হল: Table 1 প